NOBLE SCHOOL & COLLEGE
Chairman's Message

Education leads to a good and happy life. শিক্ষা শুধু মুখস্থ বিদ্যা নয়, এটি মানুষের জীবনকে করে সুন্দর ও সাবলীল। শিক্ষা একটি পটপরিবর্তন প্রক্রিয়া এবং অভিজ্ঞতাকে কাজে লাগানোর উপায়। আধুনিক শিক্ষা ব্যবস্থা সহজ নয়, উন্নতিই এর অন্যতম লক্ষ্য। ভালো শিক্ষাদান শিক্ষকদের দায়িত্ব। স্কুলের ভূমিকাও এখানে অনেক।

অনানুষ্ঠানিক শিক্ষার (Informal Education) অনেক সীমাবদ্ধতা রয়েছে, আনুষ্ঠানিক শিক্ষা (Formal Education) যথেষ্ট ব্যয়বহুল। উপানুষ্ঠানিক শিক্ষার (Non Formal Education) ভূমিকা অস্বীকার করা যাবে না। স্বাভাবিকভাবেই আনুষ্ঠানিক শিক্ষার (Formal Education) উপর বেশি গুরুত্ব দিতে হয়।

আনুষ্ঠানিক শিক্ষাকে সহজ করতে হবে। আইন কানুন, রীতিনীতি ও বিধিনিষেধ থাকবে তবে তা যুক্তিসঙ্গত হতে হবে। আনুষ্ঠানিক শিক্ষার (Formal Education) জন্য উন্নত ও ভালো স্কুল কলেজের প্রয়োজন। আমাদের স্কুল এখানে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করছে । সৃজনশীল ও তথ্য প্রযুক্তির সাথে মানবিক সৌন্দর্য এখানে বেশি কার্যকর।

আমাদের রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ও শিক্ষা উপকরণ সমৃদ্ধ মাল্টিমিডিয়া সৃজনশীল ক্লাসরুম, আধুনিক বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ও পরিবহন ব্যবস্থা।  আরও রয়েছে নিজস্ব ভবন, খেলার মাঠ এবং সুইমিংপুল।

আমাদের বিভাগ সমূহের মধ্যে রয়েছে বাংলা মাধ্যম, ইংলিশ মিডিয়াম, ইংলিশ ভার্সন ও হিফজুল কুরআন বিভাগ। সহশিক্ষা  কার্যক্রমের মধ্যে  রয়েছে কারাতে প্রশিক্ষণ, বাংলা ও ইংরেজি হাতের লেখা প্রশিক্ষণ, ড্রয়িং প্রশিক্ষণ, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেট ক্লাব, সায়েন্স অ্যান্ড স্পেস ক্লাব, স্পোর্টস ক্লাব এবং কালচারাল ক্লাব।

আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাকে আমরা দিয়েছি বিশেষ প্রাধান্য। শিক্ষা প্রতিষ্ঠানটিকে আমরা অনন্য উচ্চতায় নিতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা তৈরি করব আমাদের ভবিষ্যত প্রজন্ম, সৎ ও নিষ্ঠাবান মানব সম্পদ।  জিপিএ প্রাপ্তি বিষয়টি  মূখ্য নয়, সৎ ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে আমরা সচেষ্ট । আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এ ব্যাপারে খুব সংবেদনশীল। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের সুবিধা থাকবে। সার্বিকভাবে আমরা ভালো ছাত্র ও আদর্শ মানুষ গঠন করব। ভালো কারিগর তৈরি করব ইনশাআল্লাহ।

বিদ্যালয়ের স্টেকহোল্ডারদেরকে আমরা সবসময় শ্রদ্ধার চোখে দেখব। নীতি-নৈতিকতাকে প্রাধান্য দেব। জগৎ ও জীবন সুন্দর করাই আমাদের লক্ষ্য। কাউকেই হতাশ করা আমাদের কাম্য নয়। সমবেদনার দৃষ্টি আল্লাহর এক অনুপম দয়া। সমাজ চাহিদার নিরিখে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারিত হয়। শিক্ষাই পারে সুন্দরতম জীবন উপহার দিতে। তবে যুগের চাহিদা বাদ দিয়ে নয়, মৌলিকতাকে অবহেলাও করে নয়। নন্দিত হয়ে উঠুক আমার ও আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান নবেল স্কুল অ্যান্ড কলেজ। আপনার সন্তানের নিবিড় পরিচর্যাই আমাদের উদ্দেশ্য এবং উচ্চ শিক্ষার পথকে সুগম করার লালিত স্বপ্নই আমরা জানব, বুঝব ও পূরণ করব। আমরা আধুনিক প্রযুক্তির অপব্যবহার করব না তবে কাউকেই এ ব্যাপারে অন্ধও রাখব না।

তাই আসুন সবাই মিলে আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান নবেল স্কুল অ্যান্ড কলেজকে দেশের একটি শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে একে অপরকে সাহায্য করি।

 

মহান আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন।

 

 

মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

নবেল স্কুল অ্যান্ড কলেজ

আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 02 Apr, 2025 02:35 AM
©EduTech-SoftwarePlanet