অর্জন ও সাফল্য
Achievements

২০২৩ শিক্ষাবর্ষে আমাদের অর্জন সমূহ:

১) বুয়েটে অনুষ্ঠিত ৩য় জাতীয় বিজ্ঞান উৎসবে জাতীয় পর্যায়ে ২য় রানার আপ।

২) ৮ম জাতীয় মহাকাশ উৎসবে জাতীয় পর্যায়ে ১ম রানার আপ।

৩) ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত "MABD বিজয় দিবস কারাতে কাতা প্রতিযোগিতা ২০২৩"- এ ১১ টি ইভেন্টে অংশগ্রহণ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, আলহামদুলিল্লাহ। তারা দুই (২) টি স্বর্ণ, পাঁচ (৫) টি রৌপ্য ও চার (৪) টি তাম্র পদক অর্জন করে।

৪) ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত  "A Plastic Pollution Awareness, Students' Outreach Programme, 2024" এ ১ম রানার আপ অর্জন।

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 02 Apr, 2025 02:39 AM
©EduTech-SoftwarePlanet