NOBLE SCHOOL & COLLEGE
Biography of Founder Chairman

পৃথিবীর পান্থপথে অগণন মানুষের গমনাগমন। কারো আগমন আবার কারোর প্রস্থান। প্রস্থানের পথ ধরে কেউ কেউ হারিয়ে যায় অন্ধকার সমুদ্রের অতলান্তিক গভীরে। অথচ আলোকিত মানুষ স্বমহিমায় সমুজ্জ্বল স্ব-কালের স্বার্থক সৃষ্টি-কর্ম সম্ভারে। সবাই স্ব-কালকে আলোকিত করতে পারে না, কেউ কেউ পারেন। তাঁরা সীমাবদ্ধতার বৃত্ত ভেঙ্গে পরিস্ফূটিত পুষ্পের মতো সুগন্ধ বিলিয়ে দিতে পারেন অসীমে। 

মানব কল্যাণে তাঁরাই আপন আলোয় পৃথিবীকে উদ্ভাসিত করেন। জীবন চলার পথে নিভৃতে নীরবে রাখেন সফলতার পদচিহ্ন। এমনই একজন সফল ব্যক্তি সর্বজন সমাদৃত বিশিষ্ট সমাজহিতৈষী ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী। শিক্ষায়, ব্যক্তিত্বে, রুচিবোধে, সততায়, নিষ্ঠায়, জ্ঞানে ও প্রজ্ঞায়, সাহসিকতায়, সৌজন্যে ও উদারতায় তিনি এক অনুপম দৃষ্টান্ত। তিনি বৃহত্তর পরিধিতে দেশ-সমাজ ও জাতির কথা ভাবেন এবং দেশ ও সমাজের উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। ব্যক্তি জীবনে তিনি মিষ্টভাষী, নম্র, ভদ্র, বিনয়ী, সদালাপী ও হাস্যরসিক।

তিনি ১৯৬৯ খ্রি. এর ১৮ সেপ্টেম্বর চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদের গাঁও ইউনিয়নের পুটিয়া গ্রামের ঢালী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম ও শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় হতে প্রথম বিভাগে এস.এস.সি ও মতলব ডিগ্রি কলেজ হতে প্রথম বিভাগে এইচ.এস.সি পাশ করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ হতে বি.এড ও এম.এড ডিগ্রি সম্পন্ন করেন। পরবতীর্তে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন।

পরিবারের পদাঙ্ক অনুসরণ করেই প্রথমে সরকারি স্কুল এবং পরবর্তীতে কলেজ শিক্ষক হিসেবে তাঁর পেশা জীবনের যাত্রা শুরু হয়। তারপর ১৯৯৫ খ্রি. তিনি যুক্তরাষ্ট্রে গমন করেন। সেখানে বিভিন্ন ডিপ্লোমা কোর্সের পাশাপাশি ব্যবসার সাথে যুক্ত হন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন তিনি নিজ গ্রাম এবং ইউনিয়নের শিক্ষার প্রসারে নিজস্ব অনুদানে ব্যাপক ভূমিকা পালন করেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সামাজিক কর্মকান্ডে আত্মনিয়োগ করেন। বর্তমানে তিনি ইউএস-বাংলা গ্রুপের পরিচালক, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এবং নির্ভানা রিয়েল এস্টেট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক।

শিক্ষায় নিবেদিত প্রাণ এই ব্যক্তি নিজ গ্রামে আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ সম্বলিত কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন। এছাড়াও ঢাকা শহরে অবস্থিত আফতাবনগরে নিজস্ব ভবনে প্রতিষ্ঠা করেন নবেল স্কুল অ্যান্ড কলেজ।

২০১৩ খ্রি. থেকে জহুরুল ইসলাম সিটি সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি এবং ২০২০ খ্রি. থেকে অদ্যবধি উক্ত সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আফতাবনগরের রাস্তা-ঘাট, সুয়ারেজ লাইন, সড়ক বাতি ও বিভিন্ন সমস্যা সমাধানে ইস্টার্ন হাউজিং এর সাথে একাত্মভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আফতাবনগর সি ব্লক জামে মসজিদের প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি। এছাড়াও আফতাবনগরে অবস্থিত মসজিদগুলোর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি একজন সৎ, সাহসী, আদর্শ সমাজ সেবক, দক্ষ সংগঠক ও শিক্ষানুরাগী।

 

 

মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

নবেল স্কুল অ্যান্ড কলেজ

আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 02 Apr, 2025 02:37 AM
©EduTech-SoftwarePlanet